নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভেঙে নতুন করে আনন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে এবং কুশপৌত্তলিকা দাহ করেছে।
রবিবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে নাজিরপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে।
আন্দোলনে অংশ নেন আনন্দপুর, হরিপুর, বেতুয়া, ফকির চান্দুয়াইল, দিলুড়া, গাছতলা, পাঁচকাঠা, হাতিগাতি, আজগড়া, রনশিংপুর, নাউরীপাড়া, বানিয়াপাড়া ও চাঁনকোনাবাড়ী গ্রামের শত শত মানুষ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে নাজিরপুর ইউনিয়ন ভেঙে আনন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ গঠন করা হচ্ছে। তারা দাবি করেন, ড. এমরান হোসেন ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই সিদ্ধান্তের পেছনে কাজ করছেন।
প্রতিবাদী জনতা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানায় এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে তার প্রকাশিত ইমরান হোসেন এর ছবিসহ কুশপৌত্তলিকা আগুনে পুড়িয়ে দাহ করে।
এলাকাবাসীর একটাই দাবী “আনন্দপুর মডেল ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।