ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী কোস্টার বাসের সাথে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গাড়ির কয়েকজন জন আহত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাস চালক ও এক শিক্ষক গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।
রবিবার (১৭ আগস্ট) সকালে সাড়ে ১০ টায় কুষ্টিয়া সদর উপজেলার ১১ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুস্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শিক্ষকদের কোস্টার বাসটি সকাল ১০টার ট্রিপ নিয়ে আসে। পরে সাড়ে ১০ টার দিকে বাসটি এগারোমাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা কোস্টারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রূপসা বাসের চালক পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফ বলেন, “আমাদের গাড়ির ড্রাইভার নজরুলের ডান হাতের কবজি ভেঙে গেছে ও হিপে চাপ লেগেছে। একজন শিক্ষক একটু বেশি আহত হয়েছে। আর যেহেতু এটা একটা বড় ধরনের দুর্ঘটনা। এজন্য তারা ফিজিক্যালি স্ট্রেসড এবং ট্রমাটাইজড হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তবে ডাক্তার বলেছেন যে তাদের তেমন কোন সিরিয়াস ইনজুরি নাই। সবাই মোটামুটি সুস্থ আছেন। সামনের দিকে যারা ছিলেন এরকম সাত-আট জন আহত হয়েছে।”
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাস চালক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর রূপসা পরিবহনের যে বাসটি দুর্ঘটনায় জড়িত ছিল, সেটি আমাদের হেফাজতে আছে। তবে ওই বাসের চালককে এখনো ধরা যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সেই জিডির ভিত্তিতেই বাস আটক করা হয়েছে।”