নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদযাপিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজল কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দুলাল কান্তি চৌধুরী, সাবেক সভাপতি হরিপদ দূর্গা মন্দিরের ডা. দিলীপ কুমার পোদ্দার, হরিপদ দূর্গা মন্দিরের সভাপতি সুবীর পোদ্দার, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সুশেন সাহা, সহ-সভাপতি প্রদীপ পণ্ডিত, পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রাখাল বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
আলোচনা শেষে হরিসভা দূর্গা মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে হঠাৎ যোগ দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম হিলালী। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা সঞ্জু রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।
ডা. রফিকুল ইসলাম হিলালী এসময় বলেন, “আমি আগামী নির্বাচনে নির্বাচিত হলে যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের কোনো ক্ষতি হতে দেবো না।”
পরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
উল্লেখ্য, বিশ্ব শান্তি কামনায় শনিবার সন্ধ্যায় কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দিরে গীতা পাঠ ও কীর্তন অনুষ্ঠিত হবে।