সুনামগঞ্জ প্রতিনিধি:
শিশু শ্রম, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন এসব বিষয় নিয়ে শিশুদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে সুনামগঞ্জে কাজ করছে বার্ষিক সুরমা শিশু ফোরাম। বিভিন্ন গ্রামে শিশু ফোরাম এই টিম ওয়ার্কের মধ্য দিয়ে কাজ করছে। এইসব বিষয় নিয়ে ১৫০ জন শিশুদের উপস্থিতিতে বাষিক সুরমা শিশু ফোরাম সমাবেশ -২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ১৪ আগস্ট (বৃহস্পতিবার) দিন ব্যাপী অনুষ্টান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.ওলি উল্লাহ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মো.আলমগীর কবির,বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)জেলা প্রতিনিধি মো. আমিনুল হক, সুনামগঞ্জ ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, অপূব চিসিম, সঞ্জয় সিংহ, প্যাটিশিয়া রিছিল, সুরমা যুব ফোরামের সভাপতি আশাদ আলী,সাধারণ সম্পাদক রাত্রি দে, প্রমুখ।
জাকি হোসেন ও রিয়াদের উপস্থাপনায় আলোচনা সভায় সুরমা শিশু ফোরামের সদস্য বৃন্দ অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে গান ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের পড়াশোনার প্রতি মনোনিবেশ হতে হবে। সমাজের সকল অসংগতি দুর করতে শিশু কিশোরদের এগিয়ে আসতে হবে। সুনাগরিক হতে হলে ভালো কাজ করতে হবে।