বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান। সোমবার (১১ই আগস্ট)বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা। এছাড়াও উপস্তিত ছিলেন অনন্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিভাগের ইতিহাস, কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিভাগের চেয়ারম্যানের ও সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা তার বক্তব্য নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,লোক প্রশাসন শুধু একটি বিভাগ নয় একটি পরিবার। আজ থেকে তোমরা এই পরিবারের অংশ।আজ থেকে তোমাদের নতুন পথচলা শুরু হলো — জ্ঞান, দক্ষতা আর মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তোলার পথ। এখানে শুধু পড়াশোনা নয়, শিখবে দায়িত্ববোধ, সহযোগিতা আর সৃজনশীলতা।আমরা শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছি। মনোযোগ, অধ্যবসায় আর সততার মাধ্যমে এগিয়ে চলো এই কামনা করি। অনুষ্ঠানের শেষে সবাই মিলে কেক কেটে নবীনদের নতুন যাত্রার শুভকামনা জানানো হয়।