মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকপ কোডিনসহ এক ব্যাক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার শরীফপুর ইউনিয়নের বেরিরগাও সঞ্জয়পুর গ্রামের আজম আলীর ছেলে।
সোমবার (১১ই আগষ্ট) সকাল ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাজুল ইসলাম ভূঁইয়া ও আবুল কালাম আজাদ এবং র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জিয়া লতিফুলের নেতৃত্বে যৌথ অভিযানে ৪৬ বোতল কোডিন ফসফেটসহ আবুল হোসেন বাবুল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রের বরাতে জানা গেছে, আটককৃত আবুল হোসেন বাবুলের বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভারতীয় LABORATE কর্তৃক প্রস্তুতকৃত ‘ESKUP’ নামীয় ৪৬ বোতল এসকপ উদ্ধার করা হয়।
প্রতিটি বোতলে ১০০ মি:লি করে মোট ৪৬০০ মিলি তরল পদার্থ ছিল। মৌলভীবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের (সংশোধিত ২০২০) ৩৬ (১) ১৪ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত করায় আটক ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।