মৌলভীবাজার প্রতিনিধি:
ভুল স্টেশনে নেমে পড়া কিশোরীকে ২ দফায় সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামী মাসুম ডগিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে অক্লান্ত কাজ করে যাচ্ছে। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৮ই জুলাই রাত অনুমান পৌনে ১০টার সময় ভিকটিম নিজ বাড়ীতে আসার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে ওঠেন কিন্তু ভুলক্রমে ০৯ জুলাই আনুমানিক ভোর ০৪ টার সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে যায়।
একই দিনে আনুমানিক সাড়ে ৩ টার সময় বিবাদীগণ ভিকটিমকে ফুসলিয়ে শাস্তোগঞ্জ থানাধীন পূর্ববড়চরের একটি বসতবাড়ীতে পরিত্যক্ত বারান্দায় নিয়ে ১নং বিবাদী মাসুম মিয়া ডগি মাসুমুর রহমান (২৫), পিতা-ফেরদৌস মিয়া ৪টার সময় ধর্ষণ করে এবং সাড়ে ৭ টার সময় একই থানাধীন নিজগাঁও গ্রামের একটি বাগানে নিয়ে সকল বিবাদীগণ সংঘবদ্ধভাবে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পুনরায় ধর্ষণ করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ডাক্তার কর্তৃক চিকিৎসা গ্রহণ করতঃ শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ীতে নিয়ে আসলে ভিকটিমের সাথে তার অভিভাবক না থাকায় পুলিশ বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ০৫ই আগস্ট আনুমানিক ১১টার সময় হবিগঞ্জের শায়েস্তগঞ্জ থানাধীন পৌরসভাস্থ নিজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট রেলওয়ে জেলা এর শ্রীমঙ্গল রেলওয়ে থানার মামলা নং-০১, তারিখ ১১/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৯ (৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর মূলে প্রধান আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামী- মাসুম মিয়া ডগি মাসুমুর রহমান (২৫), শায়েস্তাগঞ্জের নিজগাও গ্ৰামের ফেরদৌস মিয়ার ছেলে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে গ্রেপ্তারকৃত আসামীকে সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর কে এম শহিদুল ইসলাম সোহাগ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জানান,চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।