নীলফামারী জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে নিহত নীলফামারীর সন্তান শহিদ রুবেল ইসলামের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (৫/আগস্ট) সকাল ৯টায় নীলফামারী জেলা প্রশাসনের পক্ষে সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে শহীদ রুবেলের সমাধীতে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এরপর একে একে জেলা পুলিশ প্রশাসন, নীলফামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদ, প্রেসক্লাব, এলজিইডি, মহিলা বিষয়ক অধিদপ্তর, সরকারী উচ্চ বিদ্যালয়, বিভিন্ন সরকারী, আধা-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্প মাল্য অর্পণ করেন। পরে সেখানে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত শেষে জেলা প্রশাসক বলেন, ‘নীলফামারীতে জুলাই শহীদের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলমান রয়েছে। তাই শহীদ রুবেলের কবরেই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনে নীলফামারীর চার জন সন্তান শহীদ হয়েছে। তাদের সম্মানে জেলার চারটি সড়কের নাম তাদের নামে নামকরণ করা হচ্ছে, যা শহীদ পরিবারের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হয়। চার শহীদের মধ্যে তিন জনের কবর এই জেলায় অবস্থিত।
এর মধ্যে শহীদ রুবেলের কবর সংরক্ষণ করা হয়েছে, বাকি দুইজনের কবর সংরক্ষণের কাজ চলমান রয়েছে।’ এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর গোলাম মোস্তফা চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, শহিদ রুবেলের পরিবার সহ অনেকে উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে “জুলাই শহিদ পরিবার ও ২৪ জুলাই যোদ্ধাদের আগমণ অনুষ্ঠান ও জুলাই পরিবার সম্মেলনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে আলোকচিত্র পদর্শন করা হয়।