ববি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের লাল ক্যাম্পাসে তার নিজের সৌন্দর্যেই টইটুম্বুর। এর মধ্যেই সে যদি সাজে, তাহলে তো আর কথাই নেই। তা যদি হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে! বিশ্ববিদ্যালয়ের এই অপরূপ সৌন্দর্য ছড়িয়ে পরেছে পুরো ক্যাম্পাস জুড়ে। তার এই রূপের আলোয় আলোকিত হয়েছে চারপাশের পরিবেশ।
অন্যদিকে শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসের এই অনন্য রূপ দেখে উৎফুল্ল হয়ে উঠেছে। তারা ব্যস্ত হয়ে পরেছে এবিশেষ মুহূর্ত গুলো মোবাইল ফ্রেমে বন্দী করতে। ৫ই আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হতে যাচ্ছে। আর এই উৎসব কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাস কে আলোকসজ্জায় সজ্জিত করছে। ছবি তুলাই ব্যস্ত থাকা শিক্ষার্থী মহিনুল ইসলাম বলেন,” আসলে নিজ ক্যাম্পাসের এই সৌন্দর্য দৃষ্টি জুড়ার মতো।
আমাদের ক্যাম্পাস লাল ইটের ক্যাম্পাস এর মধ্যে আবার আলোকসজ্জায় সজ্জিত করেছে। তা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এই সুন্দর মুহূর্ত গুলো নিজের টাইম লাইনে রাখার জন্যই কিছু ছবি উঠাচ্ছি।” “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের জন্য ফিস্ট (বিশেষ ভোজ) আয়োজন করেছেন।
এছাড়াও ঐদিন বিকাল ৫টাই জুলাই-২৪ এর ঘটনা ও চেতনা অবলম্বনে শর্ট ফিল্ম বা ভিডিও প্রতিযোগিতা Remembrance ভিডিও এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের”জুলাই অ্যাম্বাসেডরদের” সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হবে। উল্লেখ্য, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।