মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার খঞ্জনপুর খোলাফায়ে রাশেদীন ইসলামী কমপ্লেক্সে ও আইডিয়াল মাদ্রাসার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার ২রা আগস্ট দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আব্দুর রব চৌধুরী ।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায়-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন।
বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম,মাদ্রাসার সভাপতি খায়রুল ইসলাম,প্রিন্সিপাল ফয়জুর রহমান,জেলা যুবদল নেতা হেলাল আহমদ,শিক্ষক মাওলানা নুরুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মহসিন,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ।