শ্রীপুর (গাজীপুর ) প্রতিনিধি:
গাজীপুরে শ্রীপুরে রফিকুল ইসলাম মডেল স্কুলের শিক্ষার্থীদের দেশি ফলের সাথে পরিচয় ও ফলের বিভিন্ন উপকারিতা শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে মৌসুমী ফল উৎসব, চড়ুইভাতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) স্কুল প্রাঙ্গণে সকাল ৯টায় দিনব্যাপী ওই ফল উৎসব’ অনুষ্ঠিত হয়। রফিকুল ইসলাম মডেল স্কুলের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সহকারি শিক্ষক সেলিম সালেহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম মডেল স্কুলের পরিচালক নাঈম হাসান রাসেল, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন রাহাত হাসান জুয়েল।
আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী একাডেমির পরিচালক রেজওয়ানুর রহমান, শহীদ ক্যাডেট একাডেমি সহঃ শিক্ষক, নিলয় আহাম্মেদ, রফিকুল ইসলাম মডেল স্কুলে উপদেষ্টা, আব্দুর রহিম,এস. এম. শরাফত, শামসুল ইসলাম, শাখাওয়াত হোসেন, ফারদুল ইসলাম বাচ্চু সহ অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৌসুমী ফলের প্রদর্শনী ও চড়ুইভাতির পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের অর্জনকে ঘিরে অভিভাবকদের মধ্যে ছিল আনন্দ ও গর্বের অনুভূতি। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।