কে. এম. সাখাওয়াত হোসেন: মাদকদ্রব্য মামলায় ওয়ারেন্টভুক্ত দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আসাদ ওরফে আবু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর কোম্পানি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র্যাবের মিডিয়া কর্মকর্তা।
এরআগে গত বুধবার রাত সোয়া ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইবাস এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে মো. আসাদ ওরফে আবু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মো. আসাদ ওরফে আবু মিয়া ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৪৯(৪)১৬ নাং মামলায় দুই বছরের ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।