নিজস্ব প্রতিবেদক: একশো নয় বোতল ‘Mc Dowell’s No-1’ ব্র্যান্ডের ভারতীয় মদসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত বিদেশী মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ দুই হাজার টাকা। এ কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়। অটোরিকশারটি বাজার মূল্য দেড় লক্ষ টাকা।
বুধবার (৩০ জুলাই) পৌনে ১০টার দিকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারের ফেরিঘাট সংলগ্ন মেসার্স শেখ সাদী এন্টারপ্রাইজ নাম রড সিমেন্টের দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তা উপর হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের একজন নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে গিটুরপাড়া গ্রামের মো. শান্ত মিয়ার ছেলে মো. তপন মিয়া (২৬)। আরেকজন একই জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. রাকিব হোসেন (৩৯)।
এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন।
তিনি জানান, আজ (বুধবার) সকালে মেসার্স শেখ সাদী এন্টারপ্রাইজ নাম রড সিমেন্টের দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তা উপর অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করা হয়। এসময় যানবাহন তল্লাশীকালে কলমাকান্দার দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশা তল্লাশীকালে অটো রিকশার চালকের আসনে বসা মো. তপন মিয়া ও তার পাশে বসা মো. রাকিব হোসেনকে আটক করা হয়।
আটক দুজনের দেহ ও অটোরিকশা তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কায়দায় তৈরি করা চেম্বারের ভেতর হতে পেপার কাগজে মোঁড়ানো ‘Mc Dowell’s No-1’ ব্র্যান্ডের ভারতীয় মদের বোতলগুলো জব্দ করা হয়। আটকৃত দুজন মাদকবারীর বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।