নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
রবিবার (২৭ জুলাই) অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুসফিকুর রহমান রুবেল জানান, ২৫ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। সকালে বিদ্যালয়ে এসে দেখতে পান, অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভাঙা এবং ভেতরের সরঞ্জামাদি চুরি হয়েছে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করা হয়েছে। রোববার দুপুরে লিখিত ভাবে থানা পুলিশকে জানানো হয়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- একটি Hamko ১২ ভোল্ট ব্যাটারি, আনুমানিক মূল্য ৪৮,৫০০ টাকা,একটি Lenovo B40-80 মডেলের ল্যাপটপ, সিরিয়াল: VTPK 6503626, মূল্য ৪৮,০০০ টাকা, একটি Walton ল্যাপটপ, সিরিয়াল: R-59, মূল্য ৪৫,০০০ টাকা, একটি Epson প্রিন্টার, মূল্য ১২,৫০০ টাকা, সর্বমোট প্রায় ৩ লাখ ৫৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের গেট ও অফিস কক্ষের তালা কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে। এতে শিক্ষার পরিবেশ এবং বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোর চক্রকে গ্রেফতার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।