নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭জুলাই) সকাল সাড়ে ১০টার সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পৌরশহরের জজ কোর্ট এলাকায় এ কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ্ হায়দার।
সাইফুল্লাহ্ হায়দার বলেন, বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যা সমাধানের কেন্দ্র বিন্দুই হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াব। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব। সাধারণ মানুষের আস্থার শেষ ভরসাই হবে এনসিপি।
তিনি আরো বলেন, যারা মনে করেন এনসিপিতে এসে চাঁদাবাজি ও দুর্নীতি করবেন তাদের বলতে চাই এনসিপিতে আপনাদের আপনার মতো সদস্যদের প্রয়োজন নেই। কেউ যদি এনসিপি’র পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চায় সে আমাদের কেউ নয়। দুর্গাপুরের দলীয় কার্যালয়টি অত্র উপজেলাবাসীর সকল সমস্যার সমাধানের কেন্দ্র বিন্দু হয়ে উঠতে পারে। এনসিপি সারাদেশে বিস্তার লাভ করছে। আসুন আমরা ন্যায়ের পথে দাঁড়াই।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রফিকুল ইসলাম আইনী, কলমাকান্দা উপজেলা সমন্বয়ক আহমেদ সফি, দুর্গাপুর উপজেলা সমন্বয়ক রেজাউল করীম মাসুম, উপজেলা কমিটির সদস্য মামুনুর রশীদ খান, সালমান হোসাই প্রমুখ।