টাঙ্গাইল প্রতিনিধি
জুলাই পুণর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় সখীপুর উপজেলা ।
শনিবার সকাল নয়টায় উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি, উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কালাম ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, জামায়াতে ইসলামী আমির অধ্যাপক আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, উপজেলা এনসিপি আহবায়ক ফরিদ আহমেদ ছাড়াও সকল সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন ।