আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এবং অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়।
এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপস্থিত ছিলেন আটপাড়া সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী আনোয়ার হোসেন, মিথুন সরকার, ফিল্ড সুপারভাইজার রবিউল ইসলাম, সমাজ কর্মী শাহজাহান কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আশরাফুল আলম৷ আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।
অনুষ্ঠান শেষে ১১ জন কে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে ওষুধ, এবং পাঁচ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী সূবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়৷