গোবিপ্রবি প্রতিনিধি:
গোবিপ্রবিতে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (SAHIC)-এর সহযোগিতায় আয়োজিত এ হেল্থ ক্যাম্পটি জুলাই বিপ্লবের প্রথমবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। ক্যাম্পটির প্রথম দিন আজ ২৫ জুলাই সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
পরবর্তী ধাপে আরো দুই দিন, অর্থাৎ ২৯ ও ৩০ জুলাই দ্বিতীয় ধাপের ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে ঢাকা থেকে আগত বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, রোগ নির্ণয়, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রাথমিক কিছু ওষুধ সরবরাহ করছেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,‘জুলাই বিপ্লব আমাদের আত্মত্যাগ, অধিকার ও ন্যায়ের আন্দোলনের প্রতীক। সেই বিপ্লবের শহিদদের স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার নিয়মিত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পেয়ে সচেতন থাকুক। এই ক্যাম্পে যারা সেবা দিচ্ছেন, তারা প্রত্যেকেই অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে গোবিপ্রবির শিক্ষার্থীদের আত্মত্যাগ ও আন্দোলনের স্মৃতি আজও শিক্ষাঙ্গনে গর্ব ও অনুপ্রেরণার উৎস হয়ে আছে। সেই স্মৃতিকে ধারণ করেই এবারের এ মানবিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।