মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযানে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শারী, লেহেঙ্গা এবং থান কাপড় জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গাল ভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় চোরাই পথে এনে বিভিন্ন জায়গায় পাচার করার উদ্দেশ্যে মজুদ কৃত প্রায় এক কোটি এক লক্ষ ৫৮ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।