দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (PCC)-এর আয়োজনে ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। শুরুতে প্রকল্পটির কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কোর্ডিনেটর পল সুকান্ত দাশ।
সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রুব সরকার, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং।
সেমিনারে ভূমি বিষয় নিয়ে প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যা, আইন, ব্যবস্থাপনা, এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এছাড়াও ভূমি বিষয়ক আইন ও বিধি-বিধান সম্পর্কে করনীয় বিষয়ে সকলকে অবহিত করেন তিনি।