(জলঢাকা) নীলফামারী:
“ছেলে-মেয়ে বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪১৫ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পাত্র তুলে দেওয়া হয়।
পাশাপাশি ৩৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩ জনকে ট্রাই সাইকেল প্রদান করা হয়। নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীপংকর রায় এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো: জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সারোয়ার রাব্বী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফা আখতার, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীর রতন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।