দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোণার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা রুসার আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ডন বস্কো কলেজ চত্বরে আয়োজিত সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাদক বিরোধী সমাবেশে রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, ডনবস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচওয়ালিক, অধ্যক্ষ রুমন রাংসা, দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আল ইমরানুল আলম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডনবস্কো কলেজের প্রভাষক সিলভিয়া আকুঞ্জি। অতিথিরা বলেন,মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান অতিথিরা। পরে উপস্থিত সকলে মাদক কে না বলে শপথ নেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।