মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির প্রভাবশালী ৪ নং যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু মিয়ার পদ স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার ১৭ জুলাই সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন মিলন ও সদস্য(সাক্ষর প্রাপ্ত) আব্দুল হক সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মধ্যনগরে রাজহংস হাউজ বোট আপনি দখল নিয়েছেন, যা বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হয়েছে।মালিক পক্ষ এই মর্মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ করেছেন,এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আপনার মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ স্থগিত করা হলো।আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেন আপনার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ আপনার কাছে প্রেরণ করা হলো।
এছাড়াও অনুলিপি প্রেরণ করা হয়েছে,জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় টিম লিডার ডা:এ জেড জাহিদ হোসেন, জি কে গউছ সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, মিফতাহ ছিদ্দিকী সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।