টাঙ্গাইল প্রতিনিধি
২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলার বিভিন্ন স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৯টায় নিরালা মোড় সংলগ্ন সাধারণ গ্রন্থাগারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,’আমরা যদি শিক্ষার সাথে মানবিক মুল্যবোধের সংযোগ গঠাতে পারি কেবল তাহলেই আমরা মনুষ্যত্ববোধ লাভ করতে পারবো।নৈতিক ও মানবীয় গুণাবলী ছাড়া আমরা আমাদের জ্ঞানকে মানবতার বৃহত্তম সেবায় কাজে লাগাতে পারবে না।মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে আমরা আমাদের অর্জিত জ্ঞানকে সঠিক পথে কাজে লাগাতে পারবো।’
পাশাপাশি ‘নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের করণীয়’ বিষয়ক সেশন পরিচালনা করেন মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাহীদা খাতুন।এরপর শিক্ষার্থীদের মাঝে টেকসই ক্যারিয়ার নিয়ে আলোচনা রাখেন সাহিত্যিক ও লেখক শাহীন আল মামুন।
এছাড়াও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলার সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত জিপিএ-৫ পাওয়া ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।তাদেরকে পুরষ্কার হিসেবে গিফট বক্স,ক্রেস্ট ও বই দেওয়া হয়।এসময় শিক্ষার্থীদের অনুরোধে ‘দে দে পাল তুলে দে’ গান পরিবেশন করেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।