নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলায় সামাজিক সম্প্রীতি, দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক রহিমা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম ভূঞা, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন ভূঁইয়া সুরুজ আলী, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, জামায়াতে ইসলামী ইউনিয়ন আমির মো. সাইফুল ইসলাম (আমিন), ইসলামী আন্দোলনের সভাপতি মো. আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিম, অভিভাবক প্রতিনিধি মো. সাইফুল ইসলাম রুকন, রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক সিদ্দিকুর রহমান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
বক্তারা তাদের আলোচনায় সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, সম্প্রীতির শিক্ষা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতার মাধ্যমে অর্জন করা সম্ভব। তারা মনে করেন, এই সম্প্রীতি বজায় থাকলে সমাজ থেকে মাদক, অবৈধ অস্ত্রসহ সকল প্রকার অনাচার দূর করা সহজ হবে।
এছাড়া বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তা এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আইনি হুঁশিয়ারির বার্তা দেওয়া হয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।