নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বানাইকোনা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। দুজন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
সোমবার (২১ জুলাই) সকালের দিকে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানাইকোনা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মাহতাব উদ্দিন (৬৫) এর নেতৃত্বে এক পক্ষের পাঁচজন- জজ মিয়া (৩৮), রতন মিয়া (২৮), মামুন মিয়া (২৬), আসাদ মিয়া (৩২) ও কালাচাঁন মিয়া (১৭) এরা একত্রে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় অপর পক্ষের উপর।
অপর পক্ষের সদস্যরা হলেন- একই গ্রামের আহমদ আলীর ছেলে বিল্লাল হোসেন (৪০), নজরুল ইসলামে ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৬), আনোয়ার হোসেনের ছেলে মামুন মিয়া (২৪), আব্দুল হেকিমের ছেলে নুরুল হক (৪০) এবং খলিলুর রহমানের ছেলে সোহাগ মিয়া (৩৩)।
এই হামলার ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মমেক হাসপাতালে প্রেরণ করেন।
এছাড়াও সংঘর্ষে আহত হন জিল্লুর রহমানের ছেলে আশিকুর রহমান (২২) এবং মো. আসলাম মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন মিয়া। তারা দুজন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, প্রায় ২০-২৫ দিন আগে উভয় পক্ষের মধ্যে একটি জুয়া খেলাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। সেই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।