নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উদ্বাখালী নদীতে ডুবে মো. আলী আসাদ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আলী আসাদ ঘোষপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৩৫) ও আম্বিয়া খাতুন (২৮) দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটিকে কোথাও না পেয়ে মা আম্বিয়া খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে চারপাশে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পূর্ব পাশে উদ্বাখালী নদীর ঘাটে শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে শিশুটির চাচাতো ভাই ইউসুফ আলী পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।