বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার আটপাড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী পালন করেছে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
জানা গেছে, সোমবার বিকেলে নেতাকর্মী নিয়ে উপজেলার ঐহিত্যবাহী তেলিগাতি বাজারের বিভিন্ন অলিগলিতে জনসংযোগ করেন এবং সাধারন জনগনের হাতে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা খসরু আহমেদ মাস্টার, কেন্দুয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, যুগ্ম আহ্বায়ক মোতাসির হোসেন কাইয়ূম, বিএনপি নেতা তসিফুল খান, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মাসুদ রানা, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সুমন, কেন্দুয়া উপজেলা জাসাসের আহবায়ক গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।
গণসংযোগকালে তেলিগাতি বাজারে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের মানুষ আজ ভোটের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে নেমেছে।