ইবি প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানেকে অবমাননায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া পরিষদ। রবিবার (১৩ জুলাই) বিকাল তিনটার দিকে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, “কিছু দুর্বৃত্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির উপর পদাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে চরম অসভ্যতা ও ধৃষ্টতা প্রদর্শন করেছে।
এর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে প্রকাশ্যে মিছিলও করেছে তারা। জিয়া পরিষদ এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে ৩ দফা দাবি জানান। দাবিগুলো হলো, এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত পূর্বক দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সহনশীলতা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার পরিবেশ নিশ্চিত করা।
জিয়া পরিষদের নেতৃবৃন্দ দেশবাসী ও সর্বস্তরের জাতীয়তাবাদী জনতাকে আহবান জানান-এমন অপচেষ্টা ও অপসংস্কৃতির বিরুদ্ধে সকলেই যাতে সোচ্চার হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে বলা হয় ।