কে. এম. সাখাওয়াত হোসেন: “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই শ্লোগানকে প্রতিবাদ্য করে নেত্রকোনা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। আলোচনা সভা শেষে কর্মক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
সোমবার (১৪ জুলাই) বেলা ১২টার নেত্রকোনার সদর উপজেলা হল রুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতা এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। এছাড়াও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির গ্রোগ্রাম ম্যানেজার কোহিনুর বেগমসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে পুরস্কারপ্রাপ্ত কর্মী ও প্রতিষ্ঠান হলো- শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ক্যাটাগরীতে খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিতা চৌধুরী। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ক্যাটাগরীতে মোহনগঞ্জের বড় কাশিয়া বিরামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অভি আক্তার। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ক্যাটাগরীতে নেত্রকোনা সদর উপজেলায় কাইলাটি ইউনিয়নের মো. জুয়েল মিয়া। শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বারহাট্টার সাহতা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মো. রায়হানুল হক। শ্রেষ্ঠ সেবা কেন্দ্র ক্যাটাগরীতে কলমাকান্দার নাজিরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ক্যাটাগরীতে নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়ন পরিষদ। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ ক্যাটাগরীতে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ। শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র ক্যাটাগরীতে নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা ক্যাটাগরীতে সেরা বেসরকারী সংস্থা (সিবিডি)।