আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় বাল্য বিবাহ, ইভটিজিং, নকল পণ্য, নারী ও শিশুর প্রতি, সহিংসতা, নিপীড়ন, বৈশম্যমূলক আচারণ রোধে সচেতনতামূলক সভা বুধবার তেলিগাতী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে৷ ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদ আয়োজনে বুধবার সকাল ১১ টায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়৷
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্মকর্তা আতিকুর রহমান খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম,এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা , বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ, কিশোর গ্যাঙ নির্মূল, মাদক নির্মূল করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী মাদক, ইভটিজিং, নারী শিশু সহিংসতা প্রতিরোধ ও কিশোর গ্যাঙ নির্মূলে সভা ও সেমিনার করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং আমার দল সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন