টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ ২ জন আহত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় ঘটনাটি ঘটে। হতাহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে।
এরা হলেন, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানা এলাকার আহত বাসন্তী (৫০) ও সুয্য এর স্ত্রী নিহত ফুলকুমারী (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার স্থানীয়রা ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।