আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ার যোগিরনগুয়া গ্রামের কাশেমের বাড়ি থেকে পাঁচ জুয়ারী কে গ্রেফতার করেছে আটপাড়া থানা পুলিশ। রেববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাঁদের আদালতে সোপার্দ করা হয়।
আটক পাঁচজন হচ্ছেন যোগিরনগুয়া গ্রামের ৬নং দুওজ ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওয়ালু মিয়া, , মহেশ্বর খিলা গ্রামের জজ মিয়া, সাফায়েত, কাশেম, হায়দার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন তারা যোগিরনগুয়া গ্রামে জুয়ার আসরে জুয়া খেলছিল, গোপন সূত্রে এ খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ রোববার রাতে সেখানে অভিযান চালায়, অভিযানে তাঁদের আটক করা হয়, এ সময় ১ হাজার ৪৯০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়৷ আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।