গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বাঙ্গালী নদীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশকটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। গত রোববার (৬ জুলাই) রোববার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের ক্যাপ্টেন রুবায়েত-এর নেতৃত্বে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকায় বাঙালি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৬ জনকে আটক করা হয়। তারা হলেন উপজেলার সতিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া, হাপানিয়া গ্রামের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া, গজারি গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া, সতিতলা গ্রামের আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম, উল্লা-সোনাতলা গ্রামের ওহতুল মন্ডলের ছেলে আলী হোসেন এবং পবনতাইড় কালু ব্যাপারির ছেলে বকুল মিয়া। পরে আটক ৬ জনসহ জব্দ করা ড্রেজার মেশিন সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে ভাবে বালু উত্তলনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা যায়।