মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এখন বিএনপির আহ্বায়ক কমিটিতে’শিরোনামে গত ৫ জুলাই একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম।প্রতিবাদ লিপিতে তিনি সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
প্রতিবাদ লিপিতে নজরুল ইসলাম বলেন,আমি বিগত ১৭ বছর বিএনপির দুর্দিনে দলীয় কর্মসূচি পালন করে আসছি।আমি বিএনপি করার কারনে বেশ কয়েকবার হামলা ও মামলার স্বীকার হয়েছি।এটা উপজেলা বিএনপির সবাই অবগত। অথচ গত ৫ তারিখ আমার নাম জরিয়ে ও আমার নাম ব্যবহার করে উক্ত কমিটিতে ১৯ নং সদস্য হিসেবে অন্তর্ভুক্তির একটি ভূয়া কমিটির কাগজ দিয়ে আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি চক্র প্রচার প্রচারণা করছে।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আওয়ামিলীগের কমিটি তো দূরের কথা আওয়ামীলীগের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। অথচ আমি বিগত বিএনপির দুর্দিনে রাজপথে থেকে যে মিটিং মিছিল করে আসছি তার প্রমাণ উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ স্থানীয় বিএনপির প্রত্যেকই জানে।
আসন্ন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে আমি ১ নং যুগ্ম আহ্বায়ক পদে ফর্ম জমা দেওয়ার পরপরই আমার বিরুদ্ধে এমন ঘৃণিত ষড়যন্ত্র আমি চরম ভাবে ব্যথীত হয়েছি। আমি এই ভূয়া কমিটির লিস্টে আমার নাম ও মোবাইল নাম্বার ব্যবহার করা ও মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইনামুল গনী রুবেল বলেন,প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও বানোয়াট তাকে পরিকল্পিত ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একদল কুচক্রী মহল এমন প্রচার প্রচারণা চালিয়ে আসছে।সে ২০২২ সালের ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছে।
ঢাকা, সিলেট থেকে শুরু করে কেন্দ্র, উপজেলা ও ইউনিয়ন বিএনপির প্রত্যেকটা মিছিল মিটিং এ সক্রিয় ভূমিকা পালন করেছে।উপজেলা বিএনপি যাচাই-বাছাই করেই তার ফরম জমা নিয়েছে।বিএনপির ত্যাগী কর্মীদের নিয়ে এমন ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু হায়েত ও ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সাথে কথা বলে জানা যায়,এই বিষয়টি নিয়ে আমরা উপজেলা বিএনপি আলোচনা পর্যালোচনা করেছি।আমার জানা মতে সে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জরিত। সে ২২ সালের ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছে।ইদানিং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষে ফ্যাসিস্টরা এখনো সরব।আমাদের সজাগ থাকতে হবে।