নিজস্ব প্রতিবেদক: সরকারি ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় “ভূমিসেবা সহায়তা কেন্দ্র”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩ টায় ’কেন্দুয়া আইটি পার্ক অ্যান্ড স্মার্ট সার্ভিস পয়েন্ট’ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন নিপা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ভূমিসেবা সহজ করতে সরকারের উদ্যোগ উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, ভূমি অফিসের সেবাগুলো যেন একজন সাধারণ মানুষও সহজে গ্রহণ করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই সেবা কেন্দ্রের মাধ্যমে হয়রানি ও দালালচক্রমুক্ত ভূমি সেবা নিশ্চিত হবে।
সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন নিপা বলেন, এখন থেকে খতিয়ান, নামজারি, জমা-খারিজ, ভূমি উন্নয়ন করসহ যাবতীয় সেবা এক জায়গা থেকেই পাবেন সেবা প্রত্যাশীরা। আমরা চাই, কেউ যেন ভূমি অফিসে এসে ফিরে না যান।
জানা গেছে, কেন্দুয়ায় চালু হওয়া এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রে প্রযুক্তিগত সহযোগী হিসেবে কাজ করবে ‘কেন্দুয়া আইটি পার্ক অ্যান্ড স্মার্ট সার্ভিস পয়েন্ট’। প্রতিষ্ঠানটি সাধারণ জনগণকে অনলাইন আবেদন, ফি পরিশোধ, প্রিন্ট ও সেবার অগ্রগতি সম্পর্কে তথ্য দেওয়ার কাজে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, ভূমি সেবার জন্য আগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো, এখন এসব কাজ অনেক সহজ হবে। এই কেন্দ্রের মাধ্যমে জমি সংক্রান্ত জটিলতা, দুর্নীতি ও দালালচক্রের প্রভাব হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে।