নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় নেত্রকোনার কলমাকান্দায় অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫।
বুধবার (২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলমাকান্দা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান, PARTNER প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাউদ্দিন কায়সার এবং উপজেলা বিএনপির আহবায়ক এম. এ. খায়ের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রুহুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস আহমেদ, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, স্থানীয় সাংবাদিক, কৃষক ও কৃষাণীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আধুনিক প্রযুক্তি ব্যবহার, বালাইনাশক ব্যবস্থাপনা ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কৃষিতে টেকসই উন্নয়নের জন্য জরুরি। PARTNER প্রকল্পের এ উদ্যোগ কৃষকদের আত্মবিশ্বাস ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে কৃষকেরা তাদের মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন এবং উন্নত কৃষি কৌশল নিয়ে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা মনে করেন, PARTNER প্রকল্পের এমন কার্যক্রম গ্রামীণ কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।