তামজিদ হোসেন মজুমদার,ববি
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকাল ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১৯ কার্যদিবস বন্ধ থাকবে। মঙ্গলবার (২৭মে)বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম ও ১ জুন থেকে ১২ জুন অফিস ছুটি থাকবে। ছুটি থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা সমূহ চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন পদত্যাগ দাবিতে গত (১২মে) অ্যাকাডেমিক শাটডাউন ও (৬মে) শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তখন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম স্থবির হয়ে পরেছিল।
গত ১৪বছরে বারংবার উপাচার্য পরিবর্তনে ফলে বিশ্ববিদ্যালয় সেশন জটের হুমকিতে পরেছে। বর্তমান বেশ কিছু ডিপার্টমেন্টে ৪বছরের অনার্স ৫ থেকে সাড়ে ৫ বছর সম্পূর্ণ করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদের চাপা ক্ষোভ পরিলক্ষিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের মো.ফয়সাল বলেন,” আমরা ইতিমধ্যে ৬মাসের সেশনজট পরেছি। এখন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে।
দুইটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি পরীক্ষা গুলো ঈদে পরে নিবে। যদি ছুটি আগে পরীক্ষাগুলো শেষ হতো, তাহলে আমরা ছুটির পরে, পরবর্তী সেমিস্টার শুরু করতে পারতাম। যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়গুলো পরিলক্ষিত করে ছুটির দিনগুলো সাজাতো, তাহলে সেশনজট থেকে দূত নিরসন পাওয়া সম্ভব, আমি মনে করি।”