জলঢাকা:
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন ও মেলায় আগত বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক এর অপারেশন টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুব, ডিএই এর নীলফামারীর এডিশনাল ডিপুটি ডিরেক্টর জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ।
এ উপলক্ষে কৃষি মেলার একটি র্্যালী গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে মেলা সমাবেশ মিলিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সহ কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ। উপজেলা কৃষি অফিস জানায়,এই মেলার মাধ্যমে উপজেলার কৃষকদের মাঝে উৎপাদন ও ফলন বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করাই হলো মুল লক্ষ্য। আশা করছি, এই মেলার মাধ্যমে উপজেলার কৃষকেরা উপকৃত হবে এবং এ মেলা চলবে আগামী ২৯ মে পর্যন্ত।