ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পূর্বের নাম এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফিতে ফিরে যাচ্ছে বিভাগটি।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরবর্তী সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত অনুমোদন পেলে নামটি কার্যকর হবে।
এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘বিভাগের নাম পূর্বে যেটা ছিল এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি এই নামে ফিরে যাওয়া সিদ্ধান্ত হয় একাডেমিক কাউন্সিলে।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নাম পরিবর্তন নিয়ে বিভাগটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়। যেখানে আমিও সদস্য হিসেবে কাজ করছি।এই কমিটি বিভাগের শিক্ষক -শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে পূর্বের নাম সুপারিশ করা হয় । এছাড়াও আরেকটি সিদ্ধান্ত হয়েছে স্নাতকোত্তরে দুইটি গ্রুপে, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সাইন্সে পড়ার সুযোগ থাকবে।’