মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মামূনুর রশিদ মিল্টনের অপসারণ ও গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যরা।
২৫ মে রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্যদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য রুহুল আমিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মামুনুর রশিদ মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জয়পুরহাট পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনি, গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট
শেখ হাসিনার দোসর এবং জয়পুরহাট- ২ আসনের অবৈধ সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একান্ত আস্থাভাজন হিসাবে পরিচিত।
আওয়ামিলীগ সরকারের পতনের পর থেকে তিনি নিয়মিত অফিস না করায় সাধারণ জনগণ নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে।
এছাড়াও তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, সরকারী প্রণোদনার সার বীজ কৃষককে না দিয়ে নিজে আত্মসাৎ সহ ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, অসহায়- হত দরিদ্র মানুষদের কাছ থেকে জন্মনিবন্ধন আবেদন, সংশোধন পরিবর্তনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেন।
তিনি আরো অভিযোগ করে বলেন, মামুনুর রশিদ মিল্টন তার ছোট ভাই বাকীর মাধ্যমে
মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক/বিধবা ভাতা সহ অন্যান্য সুবিধাভোগী গরীব অসহায় মানুষদের কাছ টাকা আদায় করেন । অবিলম্বে আওয়ামীলীগের দোসর, ঘুষখোর, চাঁদাবাজ ভোট চোর চেয়াম্যানের অপসারণের দাবী জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ২ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আরমিনা বেগম, প্যানেল চেয়ারম্যান-৩ ইউপি সদস্য জাকির হোসেন, ইউপি সদস্য নুরুল হুদা, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মাহফুজুল আলম চপল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তহমিনা বেগম ও নুরবানু প্রমুখ।