নিজস্ব প্রতিবেদক: নদী উদ্ধারের নামে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেআইনি ও জন হয়রানিমূলক পরিমাপকার্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২) বেলা ১১টার দিকে নেত্রকোনার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
নদী উদ্ধারের নামে জন হয়রানির প্রতিকার চেয়ে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাসের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন কর্মসূচীতে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ।
এরআগে নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়া ফৌজদারী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, এবিএম আব্দুল ফরাজী প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মচারী নদী উদ্ধারের নামে নেত্রকোনা পৌরসভাস্থ মগড়া নদীর তীরবর্তী বাসিন্দাদের মালিকানাধীন বসতভিটা এবং দোকানপাটে অবৈধ অনুপ্রবেশপূর্বক বিনা নোটিশে সিএস নকশা মোতাবেক পরিমাপ কার্য পরিচালনা করছেন। এতে নদী তীরবর্তী সকল নাগরিকের মনে ব্যাপক আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে। নদী তীরবর্তী বসবাসকারী নাগরিকগণ সরকারি আইন মোতাবেক বিআরএস খতিয়ানের খাস খতিয়ান বা এরূপ সরকারি কোন জমি ব্যতীত ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় করে সেখানে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন।
সরকার যেখানে বিআরএস খতিয়ান ছাড়া কোন খাজনা গ্রহণ করে না, জমা খারিজ অনুমোদন করে না, সম্পত্তি হস্তান্তর, ক্রয়-বিক্রয় অনুমোদন করে না সেই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা কিসের ভিত্তিতে দেশের প্রচলিত আইন লংঘন করে জনগণের ব্যক্তিগত সম্পত্তি সিএস নকশা মূলে পরিমাপ করার দুঃসাহস দেখায় এমন প্রশ্ন রাখেন বক্তারা।