নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল নেত্রকোনা জেলা শাখার অনুমোদনে কেন্দুয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জেলা কমিটির পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়।
নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক ভূঞাকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুস খন্দকারকে (লালচান) সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরও নয়জন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা। যাঁদের সক্রিয় অংশগ্রহণে সংগঠনটি নতুন গতিপথে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
কমিটি গঠনের পরপরই নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দুয়া উপজেলা শাখার নবগঠিত এই কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থেকে জাতীয় স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।