নিজস্ব প্রতিবেদক: র্যাবের যৌথ অভিযানে নেত্রকোনার মদন উপজেলায় মাজহারুল ইসলাম মাজু (৩৪) হত্যা মামলার অন্যতম আসামি কাকন (২৮) হয়েছে।
গ্রেফতারকৃত কাকন মদনের নায়েকপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলাল খাঁ’র ছেলে। মাজু হত্যা মামলার পাঁচ নম্বর এজাহারনামী আসামি হলেন কাকন।
ভুক্তভোগী মাজহারুল ইসলাম মাজু একই উপজেলার মাহড়া ফকির বাড়ির মৃত হাজী হোসেন আলী ফকিরের ছেলে।
শুক্রবার (১৬) বিকেল ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ (সিপিসি-২) এর পক্ষে মিডিয়া অফিসার সিনিয়ার সহকারি পরিচালক এসব তথ্য জানান।
এরআগে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প এবং টেকনাফের র্যাব-১৫ (সিপিসি-১) কর্তৃক গত বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ থানাধীন শাহ দ্বীপ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কাকনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী মাজু সাথে মামলার আসামিদের পাওনা টাকা সংক্রান্ত পূর্ব থেকে বিরোধ চলে আসতেছিল। এই বিষয়কে কেন্দ্র করে গত ২৯ মার্চ রাত ৯টার দিকে ভুক্তভোগী সিংহের বাজার হতে নিজ বড়িতে ফিরতে ছিলেন। বাড়ির সন্নিকটে কাঁচা রাস্তায় আসা মাত্রই আসামিগণ পাওনা টাকাকে কেন্দ্র করে দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র দিয়ে ভুক্তভোগীর উপর হামলা করে মারাত্মক রক্তাক্ত জখম করেন। এরপর গত ৪ এপ্রিল সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাজু।
র্যাব আরো জানায়, এ ঘটনায় মাজুর ছোট ভাই মো. আজিজুল ফকির গত ৮ এপ্রিল মদন থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কিশোরগঞ্জ র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামি কাকনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানা পুলিশের কছে হস্তান্তর করা হয়েছে।