নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাজাহারুল ইসলাম মাজু (৩৪) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ভুক্তভোগী মাজাহারুল ইসলাম মাজু নেত্রকোনার মদন উপজেলার মাহড়া ফকির বাড়ির মৃত হাজী হোসেন আলী ফকিরের ছেলে।
গ্রেফতারকৃত আসামি রতন ফকির (৪৫) একই গ্রামের মৃত মিজাজ আলীর ছেলে। তিনি মাজু হত্যার মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।
সোমবার (১২ মে) বেলা ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়কের পক্ষে মিডিয়ার অফিসার (সিনিয়ার সহকারি পরিচালক) এতথ্য জানান।
এরআগে গত রবিবার দেড়টার দিকে কিশোরগঞ্জ র্যাব-১৪ একটি আভিযানিক দল নেত্রকোনার কেন্দুয়া থানাধীন বাদেকেন্দুয়া দুলাইন এলাকা থেকে আসামি রতন ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যবা জানায়, ভুক্তভোগী মাজু সাথে মামলার আসামিদের পাওনা টাকা সংক্রান্ত পূর্ব থেকে বিরোধ চলে আসতেছিল। এই বিষয়কে কেন্দ্র করে গত ২৯ মার্চ রাত ৯টার দিকে ভুক্তভোগী সিংহের বাজার হতে নিজ বড়িতে ফিরতে ছিলেন। বাড়ির সন্নিকটে কাঁচা রাস্তায় আসা মাত্রই আসামিগণ পাওনা টাকাকে কেন্দ্র করে দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র দিয়ে ভুক্তভোগীর উপর হামলা করে মারাত্মক রক্তাক্ত জখম করেন। এরপর গত ৪ এপ্রিল সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাজু মারা যান।
র্যাব আরো জানায়, এ ঘটনায় মাজুর ছোট ভাই মো. আজিজুল ফকির গত ৮ এপ্রিল মদন থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কিশোরগঞ্জ র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামি রতন ফকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানা পুলিশের কছে হস্তান্তর করা হয়েছে।