বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের ৩৩০ নং কক্ষ গণরুম এখন সুসজ্জিত রিডিং রুমে রুপান্তর করা হয়েছে।
বুধবার (৭মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.আখতার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট, ছাত্র শিবিরের সেক্রেটারী ইউসুব আলীসহ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রিডিং রুম উদ্বোধন শেষে উপাচার্য হল ডাইনিং ও টিভি রুম পরিদর্শন করেন
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এটা খুব সুন্দর উদ্যোগ।তোমরা গণরুমকে সুসজ্জিত একটা রিডিং রুমে রুপান্তর করেছ।এধরনের পাঠাগার খুবই চমৎকার।তোমাদের এবং প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে এটি খুব দ্রুত বই দিয়ে সমৃদ্ধ হবে।আশারাখি এটা পূর্ণাঙ্গ একটি পাঠাগার হবে।যেটা অন্যান্য হল গুলোর জন্য অনুসরণ করবে।’
উল্লেখ্য, লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষটি ছাত্রলীগের সময় গণরুম হিসেবে ব্যবহার করা হতো। এই রুমে ঘটেছে একাধিক আলোচিত র্যাগিংয়ের ঘটনা। তবে এবার সেই টর্চার সেল নামক কক্ষটিতেই শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে সুসজ্জিত রিডিং রুম।