নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জুলহাসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
নেত্রকোনার দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের দরিদ্র কমল মিয়ার ছেলে জুলহাস মিয়া (২১)। তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বাবার সংসারের হাল ধরবেন। কিন্তু সেই স্বপ্ন পুরণের আগেই মাত্র ২১ বছর বয়সে তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধী ক্যান্সার।
গত ৪ মে জুলহাস মিয়ার তথ্য তুলে ধরে “জীবনের শেষ আকুতি, জুলহাস পড়াশোনা করতে চায়” শিরোনামে “দ্যা মেইল বিডি ডটকম” নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়।
দীর্ঘদিন যাবত চিকিৎসা করিয়ে বর্তমানে চিকিৎসার খরচ চালালো সম্ভব হচ্ছিলো না জুলহাসের পরিবারের। এই অবস্থায় এ বিষয়টা জানতে পেরে জুলহাসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যারিস্টার কায়সার কামাল।
গত সোমবার রাতে ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ময়মনসিংহ সায়েম ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে জুলহাসকে দেখতে যান। নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক নিশার ভূঁইয়া ও দুর্গাপুর পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক নূর উদ্দিন আহমেদ সৈকত।
এ সময় তারা জুলহাসসহ তাঁর পরিবারের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। জুলহাসের চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা দেন।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিএনপি মা-মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং তাদের কথা ভাবে। আমি যখন জানতে পারলাম জুলহাসের বিষয়টা তখনই নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি তাঁর বিষয়ে খোঁজখবর নিতে। ইতিমধ্যে আমার নেতা-কর্মী জুলহাসের সার্বিক খোঁজখবর নিয়েছে। আমি জুলহাসের চিকিৎসার বিষয়ে বিএনপির পক্ষ থেকে সকল রকম সহযোগিতা করবো। সবাই জুলহাসের জন্য দোয়া করবেন সে যেনো দ্রুত সুস্থ হয়ে কলেজে যেতে পারে।