ববি প্রতিনিধি:
তামজিদ হোসেন মজুমদার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যক্রম ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে ক্লাস-পরীক্ষা চালু থাকবে বলে জানিয়েছে তারা। আজ সোমবার (৫ মে) বেলা ১২টা থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর তারা ঘোষণা দেয় আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টার মধ্যে উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা না দিলে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়া হবে।
এই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমরা আগামীকাল থেকে প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিচ্ছি। যদি উপাচার্য সকাল ১১টার মধ্যে পদত্যাগ না করেন তবে যাদের পরীক্ষা চলছে, ক্লাস চলছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে বিবেচনা করে অ্যাকাডেমিক কার্যক্রম চলবে।
এরপরেও যদি উপাচার্য পদত্যাগ না করেন আগামী বুধবার থেকে আমরা বাধ্য হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “স্বৈরাচারী মনোভাবের এই উপাচার্যকে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। এই উপাচার্য একের পর এক প্রশাসনে ফ্যাসিস্টদের পুনর্বাসন শুরু করে। উপাচার্যের এসকল অনিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে অন্যায়ভাবে মামলা দেন।
আমরা আন্দোলন করছি আগামীকাল থেকে প্রশাসনিক কার্যক্রম অচলসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” জুলাই আন্দোলনে অন্যতম সমন্বয়ক ও বরিশাল মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘বিভিন্ন দাবি নিয়ে গত তিন সপ্তাহ যাবত আন্দোলন চলছে, তিনি চাইলে শিক্ষার্থীদের সঙ্গে বসতে পারতেন কিন্তু তিনি শিক্ষার্থীদের কোনো দাবিতে কর্ণপাত করেননি। এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে, আমরা ইউজিসিকে আহ্বান করছি অবিলম্বে এই ভিসিকে অপসারণ করতে হবে। একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’