নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে শনিবার (৩ মে) এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয়।
৯০ বছর বয়সী সাহেরা বেগম নাতির হাত ধরে জনতা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন। বয়সের ভারে ন্যুব্জ হলেও ভোটাধিকার প্রয়োগে তাঁর আগ্রহ ও উদ্দীপনায় ছিল প্রশংসনীয় উদাহরণ।
ভোট দিয়ে বেরিয়ে উচ্ছ্বসিত সাহেরা বেগম বলেন, “বয়স অনেক হইছে, কিন্তু ভোট দেওন থাইকা পিছাই না। বহুবছর পর আবার ভোট দিতে পারলাম। বেঁচে থাকলে আবার ভোট দিব।”
দুপুরের দিকে তিনি ভোট প্রদান করেন। তাঁর নাতি জুবায়েল মিয়া জানান, দাদি সকালেই ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দাদিকে কেন্দ্রে নিয়ে আসেন।
পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির এ নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ৪৪৪ জন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ফজলুল হক এবং সাধারণ সম্পাদক পদে চাকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো.আব্দুল্লাহ ওরফে রুবেল মিয়া। এছাড়া সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও ছয় সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচন যেমন গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত, তেমনি সাহেরা বেগমের অংশগ্রহণ আগামী প্রজন্মের জন্য এক অনন্য প্রেরণা হয়ে থাকবে।