উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ওপর সন্ত্রাসী হামলা এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশ সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার (২ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরী গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া (৫০) ও তার ছেলে হিমেল মিয়া (২২)-সহ উভয়পক্ষের কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ইউপি সদস্য গুরুতর আহত হন। পুলিশ জানায়, আহত রফিকুল ইসলাম ভূঁইয়াকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় আহত ইউপি সদস্যের ভাই আনিছুল হক ভূঁইয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সংঘর্ষের তীব্রতা ও এলাকাবাসীর উত্তেজনার কারণে পরে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৬), মৃত আবুল কাশেমের ছেলে মোঃ লাল মিয়া (৫০), মোহাম্মদ লাল মিয়ার ছেলে সাব্বির আহমেদ মাসুম (২২), লাল মিয়ার ছেলে লিমন আহমেদ (১৭), জসিম উদ্দিনের ছেলে শাজাহান আলী (২৭), জসিম উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৪০), আহমেদ আলীর ছেলে মোজাম্মেল হক (২৮), লাল মিয়ার ছেলে সুমন আহমেদ (২৬), আবুল কাশেমের ছেলে মোরশেদুল আলম (৩৫) ও আনারুল হক (৪২)। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, বড় রামদা ১টি, বড় ছুরি ২টি, চাপাতি ১টি, চাকু ২টি, বড় বল্লম ২টি, মোটরসাইকেল ১টি, দেশীয় লাঠি ১০টি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধ থেকে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরিস্থিতি জটিল হওয়ায় সেনাবাহিনীকে সহায়তার জন্য ডাকা হয়। পরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”